শাইখ রাবে হাসানি নদভি হাফি.
রাবে হাসানী নদভী (উর্দু: رابع حسنی ندوی, ১ অক্টোবর ১৯২৯ – ১৩ এপ্রিল ২০২৩) বিংশ–একবিংশ শতাব্দীর ভারতের একজন সুন্নি ইসলামি পণ্ডিত। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি, দারুল উলুম নদওয়াতুল উলামার আচার্য, রিয়াদস্ত আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংগঠনের সহ-সভাপতি, বিশ্ব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য, মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলামের সভাপতি, উত্তর প্রদেশের দ্বীনি তালিমি কাউন্সিলের সভাপতি, দারে আরাফাত রায়বেরেলির সভাপতি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অফ অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের সদস্য, দারুল মুসান্নিফীন শিবলী একাডেমির সদস্য, পয়ামে ইনসানিয়াতের পৃষ্ঠপোষক এবং ইসলামি ফিকহ একাডেমি, ভারতের পৃষ্ঠপোষক ছিলেন। তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের মধ্যে নিয়মিত তালিকাভুক্ত করা হয়েছে।